আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫


আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, রোডম্যাপ নিয়ে আলোচনা শেষ হয়েছে, আগামী সপ্তাহে এটি প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ কার্যকর হবে, সে বিষয়ে পরে জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে, আলোচনার পর বিস্তারিত জানানো হবে।

তিনি জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন কমিশনে এসেছে, যা যাচাই-বাছাই চলছে। এর আগে বিকেলে নির্বাচন কমিশনে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈঠক হয়।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তাদের দল ভবিষ্যতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সংবিধানসম্মত নির্বাচন চায়। তিনি বর্তমান সরকারের ওপর আস্থার কথা জানান এবং দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ দাবি করেন।

এর আগে, ৭ আগস্ট সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা সভার শুরুতেই বলেছেন যে ৫ আগস্ট প্রথম অধ্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, এবং এই অধ্যায়ের মূল লক্ষ্য হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

এছাড়া, ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ডিপফেক, মিথ্যা বা পক্ষপাতমূলক তথ্য, অপপ্রচার, কুৎসা, মানহানিকর কনটেন্ট, সম্পাদিত ভিডিও বা অডিও, এবং প্রার্থী ও নেতাদের চেহারা বিকৃত করে কোনো প্রচার চালানো যাবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

নির্বাচনী আচরণ বিধিমালার খসড়ায় এসব নতুন বিধান যুক্ত করা হয়েছে। রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিদের মতামতের ভিত্তিতে এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। পূর্বের খসড়ায় শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয় ছিল, তবে বিএনপিসহ একাধিক পক্ষের মতামতের ভিত্তিতে এবার এআই-এর অপব্যবহার রোধ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সীমা এবং প্রচারণা ও ভোটের দিনে ড্রোন বা অনুরূপ যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/