নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাড়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাদের প্রতি ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেছেন।
রায় বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের ঘোষণা করেন। মামলার যুক্তিতর্ক শোনার পর আদালত রায় ঘোষণার দিন ঠিক করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার পক্ষে দুদকের প্রসিকিউটর হিসেবে ছিলেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন শাখাওয়াত উল্লাহ ভূইয়া। প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, আদালত তাদের দণ্ড দিয়েছেন।
মামলার পটভূমিতে জানা গেছে, ২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং একই বছরের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
https://slotbet.online/