আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, সংস্কার, বিচার এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া এখন চলমান। সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন আয়োজন সম্ভব, তবে সরকার অনুকরণীয় নির্বাচন আয়োজনের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। তাই ওই সময়েই যেন ভোট হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, যারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে চাইছেন।
https://slotbet.online/