জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এতো ক্ষুধার্ত হলে তো বাংলাদেশ গিলে ফেলবে। আগে মিটফোর্ডে পাথর দিয়ে মানুষ মেরেছে, এখন সিলেটের সব পাথর খেয়ে ফেলেছে। সিলেটে পাথর খাওয়া শুরু হয়ে গেছে। দুর্বল, মেরুদণ্ডহীন প্রশাসন ৩-৪ হাজার কোটি টাকার পাথর হাজার হাজার টাক ভর্তি করে নিয়ে যাওয়ার পরে এখন এদিক-সেদিক পাথর খোঁজে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহর শিবির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাঈদীসহ একই মামলায় অন্যায়ভাবে বিচারিক কায়দায় অন্যান্যদের হত্যার ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
রেজাউল করিম আরও বলেন, জুলাই ঘোষণাপত্র কে লিখেছেন তা ড. ইউনূস সাহেব পড়েছেন। এটি সবাই ভালো জানে। কিন্তু জুলাই সনদকে যদি আইনের ভিত্তিতে, আগামি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে তৈরি না করা হয়, তাহলে জুলাই সনদ ঘোষণার দিন থেকেই দ্বিতীয় অভ্যুত্থানের আন্দোলনের সূচনা হবে। হুশিয়ারি ও সাবধান। আগামি দিনের বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ। যেকোনো পদ্ধতিতে আমরা এই বাংলাদেশ কারো হাতে দেব না। সংষ্কার-বিচার এবং জুলাই সনদ কায়েমের মাধ্যমে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে ৭১ শতাংশ মানুষের প্রত্যাশিত ভোট নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে একজন রিকশা চালক চোখ হারিয়েছেন। তিনি বলেছেন, “আমার দুনিয়া অন্ধকার হলেও, আমাদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা পালিয়ে আজ গোটা বিশ্বের মানুষ আলোকিত হয়েছে। আমি তার কাছে প্রশ্ন করেছি, কষ্ট হচ্ছে কি? তিনি বললেন, কোনো কষ্ট নেই। তবে একটি দুঃখ আছে, আমি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদকে এত ভালোবাসি, আল্লাহ তো আমার চোখ দুটি নিয়েছেনই। এই চোখ দুটি যদি আগে নিতেন, তাহলে আমার প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদ বেঁচে থাকতেন।”
লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সরদার সৈয়দ আহমেদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবিরের অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল প্রমুখ।
https://slotbet.online/