বান্দরবানে কফি ও কাজু বাদামের কোটি টাকা হরিলুট

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫


পাহাড়ের কৃষকদের ভাগ্য পরিবর্তন ও আত্ম-সামাজিক এবং ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কয়েক কোটির টাকার কফি ও কাজু বাদামের প্রকল্প। কিন্তু সেসব প্রকল্পের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি পার্বত্য জেলার বান্দরবানে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ও উপসচিব জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের নামে এসব কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা বলে উল্টো কোটি টাকা লুটপাট করে প্রকল্প কর্মকর্তা জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধান বলছে, কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি; এই তিন উপজেলার প্রায় ১৫ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ নেওয়া হয়। সেসব কোটি টাকার প্রকল্প নামমাত্র দেখানো হয়েছে। অথচ যেসব কৃষকদের নাম দেওয়া হয়েছে, তারা এই প্রকল্পের আওতায় কেউ আসেনি। বরং সেসব কৃষকদের কফি কিংবা কাজু বাদাম নামমাত্র দিয়ে কোটি টাকা লুটপাট করা হয়েছে। আর পাহাড়ের কফি ও কাজু বাদামের বিপ্লবের নামে লুটপাট করে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাই ভাগ্যের বিপ্লব ঘটিয়েছে। করেছে কোটি টাকার হরিলুট

অভিযোগ আছে, বিগত তিন অর্থবছরে তিন পার্বত্য জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে কাজুবাদাম ও কফি চাষ প্রকল্পে আনা হয় কয়েক কোটি টাকা। কিন্তু সেসব টাকা আনা হলেও কোনো বাস্তবায়ন হয়নি। বান্দরবানে তিন উপজেলার কফি বা কাজুবাদাম দূরের কথা; সেসব জমিতে শুধু দেখা মিলেছে করলা ক্ষেত আর জুমের ফসল। শুধু তাই নয়, অন্যান্য সংস্থার প্রকল্পের একটি ছবি তুলে শতভাগ বাস্তবায়ন হয়েছে বলে অর্থ লুটপাট করেন প্রকল্পের উপসচিব জসিম উদ্দিন।

জানা গেছে, প্রকল্পটির কার্যক্রম শুরু হয় ২০২২ সালে এবং শেষ হয় ২০২৫ সালের জুন মাসে। তিন পার্বত্য জেলায় ২০২০-২১ অর্থবছরে প্রকল্পের বরাদ্দ ছিল ৯ কোটি ৮৫ লক্ষ টাকা, ২০২১-২২ অর্থবছরে এসে বরাদ্দ নেওয়া হয় ১০ কোটি ৯৪ লক্ষ টাকা। এছাড়াও ২০২৩ ও ২০২৪ এই দুই অর্থবছরে বরাদ্দ নেওয়া হয় যথাক্রমে ১০ কোটি ২৬ লক্ষ এবং ১৩ কোটি ১৭ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তিন পার্বত্য জেলায় প্রায় ৪১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ নেওয়া হয়। কোটির টাকার এই প্রকল্প শুধু নামমাত্রই দেখালেও কফি ও কাজুবাদামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

একাধিক সূত্র বলছে, চলতি বছরে পুনরায় পাহাড়ের কফি ও কাজুবাদামের বিপ্লব ঘটবে; এমন শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করে দ্বিগুণ কোটি টাকার প্রকল্প বরাদ্দ আনতে মরিয়া হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প সচিব মো. জসিম উদ্দিন। একাধিক গণমাধ্যম, বিশেষত রাজধানীর প্রথম সারির গণমাধ্যমকে নিয়ে এসে পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন করানো হয়েছে এই প্রকল্পের পক্ষে। শুধু তারা নন; জেলা শহরেও গণমাধ্যমকর্মীরা প্রকল্প সচিবের পক্ষ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন এসব বিষয়ে। এছাড়াও এই কফি-কাজুবাদাম প্রকল্পের পক্ষে সংবাদ প্রকাশের জন্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াকে অর্থ লেনদেন বা প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে প্রকল্পের পরিচালক জসিম উদ্দিনের বিরুদ্ধে।

প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অভিযোগ, নামেই মাত্র কফি ও কাজু বাদামের চারা বিতরণ করা হয়েছে। বাগানে লাগানোর পর সেসব কফি চারা মারা গেছে। গাছের পরিচর্যার জন্য বিভিন্ন উপকরণ পৌঁছানোর কথা থাকলেও বিতরণের দূরের কথা; কৃষকদের কাছে কিছুই পৌঁছেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।

কথা হয় কফি প্রকল্পের আওতায় থাকা রোয়াংছড়ি উপজেলার প্লেদয় পাড়ার মেনপয় ম্রোর সঙ্গে। তিনি জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন বোর্ড থেকে ২০০টি কফি চারা দেওয়া হয়েছিল। এসব চারা নার্সারি থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু অধিকাংশ চারা ছিল আধা-মরা। তিনি অভিযোগ করে আরও বলেন, কফি চারা পরিচর্যার জন্য যেসব সামগ্রী দেওয়ার কথা ছিল, সেসব কিছুই পাননি।

রুমার বটতলী পাড়ার কৃষক ক্যসাচিং মারমা বলেন, উন্নয়ন বোর্ড আর কৃষি বিভাগ থেকে কফি চারা দিয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের কফি চারা বেঁচে আছে, আর উন্নয়ন বোর্ডের চারা মারা গেছে। চারা পরিচর্যার জন্য যেসব সামগ্রী দেওয়ার কথা ছিল, সেগুলোও কেউ পাননি বলে অভিযোগ করেন তিনি।

মাঠ পর্যায়ের কৃষকদের কফি চারা সব মারা গেছে; কেন মারা গেছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে রাগান্বিত হয়ে কফি ও কাজু বাদাম প্রকল্পের উপসচিব মো. জসিম উদ্দিন বলেন, “আপনি এ বিষয়ে প্রশ্ন করতে পারেন না। কেন মারা গেছে, সেটা মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা বলবেন।”

কৃষকদের সুযোগ-সুবিধা কেন দেওয়া হয়নি; এমন প্রশ্ন করা হলে তিনি কিছুই না বলে এড়িয়ে যান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/