জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি এ মামলায় স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ক্যামেরা ট্রায়ালে তার জবানবন্দি নেওয়া হবে।
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি নিজেকে অভিযুক্তদের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেন এবং জানান, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি আদালতকে বলেন, এ ঘটনার সব সত্য প্রকাশ করতে চান এবং এজন্য রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। পরে তার আইনজীবী আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেন এবং আদালত সেটি গ্রহণ করে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করার আদেশ দেয়।
জুলাই গণহত্যা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন গত ১২ মে দাখিল করা হয়। সেই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। পরবর্তীতে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এ সময়সীমা বাড়ানো হয়।
অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগে বিচার কার্যক্রম চলছে।
https://slotbet.online/