সেই জিএমপি কমিশনারকে প্রত্যাহার – Bangla Affairs

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার এক আদেশে এ তথ্য জানানো হয়।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিয়মিত ঢাকা থেকে গাজীপুর অফিসে যাতায়াতের সময় সাধারণ মানুষের জন্য রাস্তা চলাচল বন্ধ রাখা হতো। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত ৩১ আগস্ট মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সেই বৈঠকেই কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ছিলেন। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও পরবর্তীতে পুনরায় চাকরিতে যোগ দিয়ে ডিআইজি পদে পদোন্নতি পান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/