টঙ্গীতে সাংবাদিককে হত্যার হুমকি – Bangla Affairs

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫


গাজীপুরের টঙ্গীতে তথ্য সংগ্রহের সময় স্থানীয় সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, রেকর্ডকৃত তথ্য মুছে ফেলা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রেদোয়ান আহমাদ আদন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনায় সাংবাদিক জিলানী টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনাটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর কলেজগেট এলাকায় সুন্দর বন কোরিয়ার সার্ভিস ভবনে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট ম্যানেজারকে টাকা চুরির অভিযোগে রেদোয়ানসহ কয়েকজন তিন দিন আটক রেখে নির্যাতন করেন। সাংবাদিকরা সেই তথ্য সংগ্রহ করার সময় জিলানী ভিডিও ধারণ করলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। পরে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং রেকর্ডকৃত তথ্য মুছে ফেলা হয়। একপর্যায়ে তাকে অবরুদ্ধও রাখা হয়, তবে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফোনে হস্তক্ষেপে মুক্তি দেওয়া হয়।

জিডিতে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে— রেদোয়ান আহমাদ আদন (২৫), আজাহার (৫০) ও ইউসুফ শরীফ (৪০); পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাত আসামি রয়েছে।

অভিযুক্ত রেদোয়ান অভিযোগ অস্বীকার করেছেন। মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর জানান, তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী পূর্ব থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/