[ad_1]
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের বিষয়ে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ একদিন বাড়িয়ে বুধবার শুনানির জন্য নির্ধারণ করেন। তিনি জানান, বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে ১ নম্বর আইটেম হিসেবে তালিকাভুক্ত থাকবে।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মঙ্গলবার রাতে জানানো হয়, ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি বুধবার কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ শুনানি নেবেন।
এর আগে গত সোমবার হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেন। এতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন অনিশ্চয়তায় পড়ে। তবে ওইদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত হয় এবং নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার পথ খুলে যায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত দেওয়ানি বিবিধ আবেদন (সিভিল মিসলেনিয়াস পিটিশন) দাখিল করলে বিষয়টি মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
প্রসঙ্গত, আসন্ন ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তার প্রার্থিতা নিয়ে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিট করেন। রিটে অভিযোগ করা হয়, ফরহাদ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
এই রিটের শুনানি শেষে হাইকোর্ট ডাকসু নির্বাচন প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার পাশাপাশি ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের নির্দেশ দেন।
আদালত বলেন, ট্রাইব্যুনাল অভিযোগ নিয়ে অনুসন্ধান করবে, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেবে এবং আগামী ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com