বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের দুপুর দেড়টায় বাংলাদেশ বিমানে কাঠমান্ডু যাওয়ার কথা থাকলেও পুরো দল এখনো অপেক্ষায় বিমানবন্দরেই।
জানা যায়, বিমানের বিজি ৩৭১ ফ্লাইটটি দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করেন।
কিন্তু এরপরই জানানো হয় বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে যাওয়া হচ্ছে না তাদের। দুপুর দেড়টার পরিবর্তে সন্ধা সাতটায় নতুন সময় নির্ধারণ করা হয়। এতে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে জাতীয় দলকে।
জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ ফুটবল দলের জন্য নির্ধারিত উড়োজাহাজটি কাঠমান্ডু যেতে পারছে না। অন্য একটি ফ্লাইটে তাদের কাঠমান্ডু পাঠানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) রওশন কবির জানান, সেজন্য সর্ব প্রথম বোয়িং ৭৩৭ মডেলের যে উড়োজাহাজটি আসবে সেটি কাঠমান্ডু যাবে। সেক্ষেত্রে সিঙ্গাপুর থেকে যে ফ্লাইটটি আসবে সেটিই কাঠমান্ডু যাবে। আর দুপুর দেড়টার পরিবর্তে এই ফ্লাইটের নতুন ছাড়ার সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা সাতটায়।
জাতীয় ফুটবল দলের সংশ্লিষ্টরা জানান, টেকনিক্যাল সমস্যার কারণে যেতে না পেরে এখনো অপেক্ষা করতে হচ্ছে। তারা জানিয়েছে সন্ধ্যা ৭টায় নতুন সময় দেয়া হয়েছে।
তারা জানান, বিমান বন্দরে বসার ভালো কোনো জায়গা নাই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নাই। এতে চড়ম দুর্ভোগে পড়ে দল।
https://slotbet.online/