[ad_1]
সিলেটের প্রকৃতি যেমন বৈচিত্র্যময়; কখনো ভাদ্রের রোদ, কখনো রাতভর ঝরঝর বৃষ্টি, তেমনই বৈচিত্র্যময় বাংলাদেশের ক্রিকেটেও। নেদারল্যান্ডসের বিপক্ষে ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে জয় আসার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কেন এতটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে হলো? আর কেনই বা ব্যাটিং অর্ডারের সবাইকে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হলো না?
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি। ম্যাচটিকে দল ব্যবস্থাপনা পরীক্ষা–নিরীক্ষার মঞ্চ বানালেও জয় নিয়েই শেষ করতে চায় বাংলাদেশ। গতকালের দলীয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাদশে সম্ভাব্য পরিবর্তন
শেষ ম্যাচে বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান বিশ্রামে থাকতে পারেন। তাঁদের জায়গায় একাদশে ফিরতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে নয়া মুখ। আগের দুই ম্যাচে সুযোগ না পাওয়া শামীম হোসেন ও নুরুল হাসান সোহান ফিরতে পারেন। তবে কার পরিবর্তে তাঁরা একাদশে ঢুকবেন, তা এখনও পরিষ্কার নয়। কারণ আগের দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের খেলার সুযোগ হয়েছে মাত্র ২৬ ওভার মতো। শুরুর সারির চার ব্যাটার ঘুরেফিরে খেলেছেন, কিন্তু তাওহিদ হৃদয় বা জাকের আলীর মতোরা কেবল সাইড বেঞ্চেই বসে ছিলেন।
দলের ভেতরের প্রতিযোগিতা
ওপেনার তানজিদ হাসান মনে করেন, দলের ভেতর এই প্রতিযোগিতা ইতিবাচক, “যে যেভাবে পারছে, সুযোগ কাজে লাগাচ্ছে। এটা দলের জন্য ভালো। শুধু বোলিং নয়, ব্যাটিং ইউনিটেও বোঝাপড়া ভালো, সবাই উপভোগ করছে খেলা।”
প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া ব্যাটাররা ৯টি ছক্কা ও ২০টি চার মেরেছেন। এবার নতুন উইকেটে খেলা হবে, যা একদম সতেজ। মাঠকর্মীদের ধারণা, আগের চেয়ে বেশি রান উঠতে পারে আজ।
ব্যাটিং অগ্রাধিকার
যেহেতু সিরিজ জয় আগেই নিশ্চিত, তাই আজ টস জিতলে আগে ব্যাটিং করার সম্ভাবনাই বেশি। এতে করে নতুন ব্যাটারদের নিজেদের মেলে ধরার সুযোগ থাকবে। তবে সবকিছুর উপরে, আলোচনায় ছিল একটাই লক্ষ্য—সিরিজটা জয়ে রঙিন সমাপ্তি টানা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com