সাবেক এমপি মোরশেদ আলমের জামিন নামঞ্জুর

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫


নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত শুনানি শেষে বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম।

 

তিনি জানান, মোরশেদ আলমের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করলেও দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন।

 

এর আগে, গত ৮ সেপ্টেম্বর মোরশেদ আলমকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৪ মে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মোরশেদ আলম ছাড়াও তার ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে আসামি করা হয়।

 

অভিযোগে বলা হয়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য জমি কেনায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ছিল। ওই জমি মোরশেদ আলম ও তার ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন হলেও তা গোপন করে অস্বাভাবিক দামে কেনা হয়। এতে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় উল্লেখ রয়েছে।

 

গত ৮ এপ্রিল রাতে গুলশান-২ থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

 

উল্লেখ্য, মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভির চেয়ারম্যান। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/