[ad_1]
জামায়াতে ইসলামী সরকারকে হুঁশিয়ার করেছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা উচিত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি দেওয়ার সময়। প্রধান উপদেষ্টাকে ডাক দিয়ে সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে সনদকে আইনগত স্বীকৃতি দিয়ে নির্বাচন আয়োজন করতে হবে।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতি নির্বাচনসহ পাঁচ দফা দাবির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, যদি নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার কার্যকর না করা হয়, তাহলে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। সরকার নির্বাচনের জন্য সমান সুযোগ দিতে ব্যর্থ হচ্ছে, তাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি মানতে হবে কারণ জনগণের ৭০ ভাগ এ পদ্ধতির পক্ষে। ঐকমত্য কমিশনের ৩১ দলের মধ্যে ২৫টি দলও পিআরের পক্ষে। গণভোটের মাধ্যমে জনগণের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত, তবে কেউ গণভোটকে ভয় পাচ্ছে।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বক্তব্য দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জিপিও মোড়, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের মাধ্যমে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com