[ad_1]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কার্যকারিতা বাড়াতে ৯টি নতুন সম্পাদকীয় পদ সংযোজনের প্রস্তাব দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে জকসুর গঠনতন্ত্রে সংশোধনীসহ গুরুত্বপূর্ণ নতুন পদ অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
ছাত্রদলের মতে, বর্তমান কাঠামোতে কিছু অসংগতি রয়েছে যা জকসুর সুষ্ঠু পরিচালনার অন্তরায়। প্রস্তাবিত নতুন পদগুলো হলো: স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক।
এছাড়া ‘অর্থ সম্পাদক’ পদ বাতিল করে শুধুমাত্র ‘কোষাধ্যক্ষ’ পদ রাখার সুপারিশ করা হয়েছে, যাতে পুনরাবৃত্তি ও সাংগঠনিক দ্বন্দ্ব এড়ানো যায়।
ছাত্রদল আরও দাবি করেছে, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হোক। বিশেষ করে রাজনৈতিক কারণে অনার্স বা মাস্টার্স শেষ করতে না পারা শিক্ষার্থীদের জন্য মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন।
প্রস্তাবনায় জকসুর সামাজিক-সাংস্কৃতিক ভূমিকার প্রসার ও ঐতিহাসিক আন্দোলনগুলি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা জকসু নিয়ে নতুন প্রস্তাব দিয়েছি। এর আগে বিভিন্ন পরামর্শও দিয়েছি।”
জকসু নীতিমালা প্রণয়ন ও সংশোধন কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ রইছ্ উদ্দিন জানান, প্রস্তাবটি কমিটির মিটিংয়ে উত্থাপন হলে তা বিবেচনা করা হবে।
[ad_2]
https://slotbet.online/