[ad_1]
অভিনয় ক্যারিয়ার আগেই ছেড়েছিলেন তাহসান রহমান খান। এবার গানের মঞ্চ থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিলেন তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তিনি জানান, এটিই তাঁর শেষ সংগীত সফর।
তাহসানের ভাষায়, “সারা জীবন কি মঞ্চে দাঁড়িয়ে এভাবে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই ‘দূরে তুমি দাঁড়িয়ে’, দেখতে কেমন লাগবে?” তাঁর এই ঘোষণা ভক্তদের মধ্যে হতাশা তৈরি করলেও সমালোচনার ঝড়ও উঠেছে।
এ প্রসঙ্গে সমকালীন সংগীতশিল্পী অনন্যা আচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “তাহসান তো অভিনেতা হিসেবে ঠিক ছিলেন। তাঁর গান করার দরকার ছিল না। দুঃখিত বলছি, তাঁকে কখনো গায়ক বলে মনে হয়নি।”
অনন্যার এই মন্তব্য ঘিরে নানা প্রতিক্রিয়া তৈরি হলে তিনি আবার ব্যাখ্যা দেন। তিনি লিখেন, “নিজস্ব মত প্রকাশের অধিকার সবারই আছে। আমি আমার মত জানিয়েছি। এতে কারও কষ্ট লাগলে সেটি আমার নিয়ন্ত্রণে নেই।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com