[ad_1]
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর-টিআরসহ নানা বিষয় মূলত বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আসন ভাগাভাগি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ফখরুল জানান, তারা ৫০টি নয়, বরং ৩০টি আসন চেয়েছিল। তবে বিএনপি তাতে আগ্রহ দেখায়নি এবং সংখ্যাটা আরও কম প্রস্তাব করা হয়েছিল। তার ভাষায়, “জামায়াতকে আমরা আর মাথায় উঠতে দেব না। তারা যতটা শক্তিশালী নয়, আমরা অযথাই তাদের বেশি গুরুত্ব দিয়েছি।”
তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচন চায়। সেনাবাহিনীও সেটা চায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চান। কিন্তু বিএনপির ভেতরে মনোনয়নের কথিত তালিকা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই আওয়ামী লীগ, তাদের শরিক দলগুলো, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। সুষ্ঠু ও অবাধ ভোট হওয়া দরকার।” তিনি উল্লেখ করেন, এই অবস্থান নেওয়ায় তাকে অনেকেই ভারতের এজেন্ট বা আওয়ামীর দালাল বলে গালি দিচ্ছে। কিন্তু তার মতে, শেখ হাসিনা যেমন ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি এবং তার শাস্তি পেয়েছেন, বিএনপিও যদি একই কাজ করে তবে একই প্রতিফল পেতে হবে।
জামায়াতকে বিএনপির দীর্ঘদিনের শরিক বলে যেসব অভিযোগ রয়েছে, সে বিষয়ে তিনি বলেন, “এটা ভুল ধারণা। আওয়ামী লীগ ভারতকে এভাবে বোঝাতে সক্ষম হয়েছে। বাস্তবে তারা শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, আমরা করি না। আওয়ামীর চোখে দেখে ভারত ভুল করেছে।”
ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ অন্যদের সঙ্গে সম্পর্ক রাখেনি, তাই তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখন ভারতবিরোধিতায় রূপ নিয়েছে। তবে বিএনপি জামায়াতকে আর সুবিধা নিতে দেবে না বলে তিনি আশ্বাস দেন। একইসঙ্গে তিনি চান ভারত বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগ রাখুক।
ব্যক্তিগতভাবে ভারত প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কলকাতা গিয়ে কলেজ স্ট্রিট থেকে বই কিনেছি, সিনেমা-থিয়েটার দেখেছি। আবার সেই সুযোগ চাই। মানুষে মানুষে যোগাযোগ বাড়ুক, ভিসা সহজ হোক। ভারতীয়দেরও বাংলাদেশে স্বাগত জানানো হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটানো দরকার।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com