[ad_1]
সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিশ্লেষণে প্রমাণিত হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সরকারবিরোধী আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশের ফোনালাপে থাকা নারী কণ্ঠ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং পুরুষ কণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের।
সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক ল্যাব কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রোকোনুজ্জামান। তিনি জানান, ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে ওই ফোনালাপে নারী কণ্ঠ শেখ হাসিনার এবং পুরুষ কণ্ঠ তাপসের।
এই ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আদালতে অডিওটি শোনানো হয়েছে।
একটি বিদেশি সংবাদমাধ্যমের তথ্যমতে, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনা ও তাপসের মধ্যে কথোপকথন রেকর্ড করে। ফোনালাপে শেখ হাসিনা নির্দেশ দেন, ‘এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে’ এবং তাপসকে জানান, হেলিকপ্টারের মাধ্যমে অভিযান শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামও নিশ্চিত করেছেন, এই অডিও রেকর্ডটি শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোনালাপ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com