[ad_1]
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। এর আগে সোমবার অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না থাকলেও তিনি কিছু সময় দেন এবং ভারতের বিপক্ষে ম্যাচকে বিশেষভাবে আলাদা করে দেখছেন না বলে জানান।
মেহেদী বলেন, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু ভাবছি না। শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকি। ভারতের সঙ্গে হোক বা অস্ট্রেলিয়ার সঙ্গে, আমাদের কাছে ম্যাচ মানে শুধু ক্রিকেট খেলা।’
ভারতের বিপক্ষে বাংলাদেশি টি-টোয়েন্টি রেকর্ড হতাশাজনক। দুই দেশের ১৭ লড়াইয়ে মাত্র একবার জয় পেয়েছে বাংলাদেশ, বহুজাতিক আসরে জয় নেই। তবু মেহেদী ইতিহাসকে গুরুত্ব দিচ্ছেন না, বলছেন, ‘সবকিছু ম্যাচ পরিস্থিতির ওপর নির্ভর করে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা থাকে, তবে মেহেদী বলছেন, ‘আমরা সেসব নিয়ে ভাবি না। এগুলো মিডিয়া বা সমর্থকের তৈরি। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মতোই আমরা স্বাভাবিকভাবে খেলবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে উইকেট শূন্য থাকা পর মেহেদীর খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে। তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। মেহেদী বলেন, ‘ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হলো আরও ভালো করতে পারতাম। এটা দলের জন্য ইতিবাচক।’
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com