[ad_1]
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পাশে কেউ দাঁড়ায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আহত রায়হান তৌফিকের বাবা মনির হোসেন স্বপন বলেন, “আমার ছেলে আহত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। তার শরীরের ২২% পুড়ে গেছে। এখনও তার জীবন ও স্বাভাবিক চলাফেরায় জটিলতা রয়েছে। দুর্ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও সরকার বা বিমান বাহিনী আমাদের পাশে দাঁড়ায়নি।”
দুর্ঘটনায় নিহত নাজিয়া-নাফির বাবা আশরাফুল ইসলাম ৮ দফা দাবি উত্থাপন করেন—
১. মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত বিচার করতে হবে।
২. নিহতদের জন্য ৫ কোটি ও আহতদের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে হবে।
৩. আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ওষুধসহ সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৪. আহতদের পুনর্বাসন ও সরকারি চাকরিসহ জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. প্রতি বছর ২১ জুলাইকে দেশব্যাপী শোক দিবস হিসেবে পালন করতে হবে।
৬. নিহতদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে।
৭. নিহত সকলকে শহীদী মর্যাদা ও সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
৮. নিহতদের স্মরণে উত্তরায় একটি আধুনিক মসজিদ নির্মাণ করতে হবে।
সংবাদ সম্মেলনে নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক বলেন, “২১ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন। এক মুহূর্তে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহতদের অনেকের জীবন এখনো ঝুঁকিপূর্ণ, ভবিষ্যৎ অনিশ্চিত। দুর্ঘটনার পর কিছু খোঁজখবর মিললেও বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ছাড়া কেউ পাশে নেই। প্রধান উপদেষ্টা তিনজন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, কিন্তু হতাহত পরিবারের সঙ্গে করেননি।”
তিনি আরও জানান, “আমাদের সন্তানরা স্কুলে ছিল, সেখানে বিমান বিধ্বস্ত হয়েছে। এই অমানবিক ট্র্যাজেডির সঠিক কারণ উদঘাটন এবং আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। দায় রাষ্ট্রকেই নিতে হবে।”
সংবাদ সম্মেলনে আহত রায়ান তৌফিকের বাবা সুমন, নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম, আহত জায়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত প্রমুখ উপস্থিত ছিলেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com