[ad_1]
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের দিয়ে শুরু হবে সংলাপ।
নির্বাচনী আচরণবিধিমালা এবং প্রতীক ভেটিং হয়ে কমিশনে এসেছে, সেখানে প্রতীকের তালিকায় শাপলা নেই। তিনি আরও বলেন, এনসিপিকে নতুন করে প্রতীক জমা দিতে হবে কমিশনের কাছে।
তিনি আরও বলেন, সংশোধিত প্রতীকের তালিকাতে শাপলা না থাকায় এনসিপি পাচ্ছে না এ প্রতীক। বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের। তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওইসব প্রতীকের মধ্য থেকেই চাইতে হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com