[ad_1]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ইউএস বাংলার একটি ফ্লাইটের দুই নারী যাত্রীর কাছ থেকে ৭,৫৮০ পিস ইয়াবাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। আটকরা হলেন রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)।
এএপি জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (BS-146) যোগে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছালে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ইয়াবাগুলো বিশেষ কায়দায় ট্রলি ব্যাগের হাতলের ভেতর ও শরীরে লুকিয়ে রাখা হয়েছিল। পরে তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগ থেকে হাতলের ভেতরে ৫,৮০০ পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা রোজিনার পরিহিত সালোয়ার থেকে আরও ১,৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এএপি জানায়, আটককৃত মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে এএপি’র অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালান বেড়েছে। আমরা বরাবরের মতোই বিমানবন্দরকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com