[ad_1]
কুমিল্লায় অন্যের হয়ে প্রক্সি হাজতবাস করতে গিয়ে ধরা পড়েছেন নুর মোহাম্মদ নামে এক যুবক। তিনি স্বীকার করেছেন, ৩০ হাজার টাকার বিনিময়ে প্রকৃত আসামির জায়গায় কারাগারে প্রবেশ করেছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
নুর মোহাম্মদ কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ১৪ বছর আগে দায়ের হওয়া একটি মাদক মামলার আসল আসামি জোবাইদ পুতিয়া একই উপজেলার নাইট্যমপাড়ার বাসিন্দা।
আদালত ও কারা সূত্রে জানা যায়, ২০১১ সালে কুমিল্লা সদর দক্ষিণ থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান জোবাইদ পুতিয়া। পরবর্তীতে জামিনে বের হয়ে তিনি পলাতক হন। মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে।
গত ১২ আগস্ট কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জোবাইদ পুতিয়া পরিচয়ে আত্মসমর্পণ করেন নুর মোহাম্মদ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হলে ফিঙ্গারপ্রিন্ট রিডারে তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, টাকার বিনিময়ে জোবাইদ পুতিয়ার হয়ে হাজতবাস করতে এসেছেন।
আসামির পক্ষের আইনজীবী এ এইচ এম আবাদ বলেন, আত্মসমর্পণের সময় ওই যুবক নিজেকে জোবাইদ বলে পরিচয় দিয়েছিলেন। জাতীয় পরিচয়পত্র দেখাতে চাইলে তিনি জানান, প্রবাস থেকে এসেছেন বলে তাৎক্ষণিকভাবে দিতে পারবেন না। পরে কারাগারে গিয়ে বিষয়টি ফাঁস হয়ে যায়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার হালিমা আক্তার জানান, ১৪ আগস্টই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নকল আসামির পরিচয় জানা যায়। তিনি টাকার লোভে অন্যের সাজা ভোগ করতে এসেছেন বলে স্বীকার করেছেন। বিষয়টি কর্তৃপক্ষ ও আদালতকে জানানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত আসামিকে গ্রেপ্তারসহ নুর মোহাম্মদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com