[ad_1]
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘গাজায় আসলে কোনো যুদ্ধ চলছে না, ইসরায়েলি সেনারা সর্বাধুনিক ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে নিরীহ সাধারণ মানুষের ওপর। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার অজুহাতে ইসরায়েলের দখলদারিত্ব কোনো সন্ত্রাসবিরোধী অভিযান নয়, বরং নির্বাসন, গণহত্যা ও গণনিধনের নীতি।’
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এরদোয়ান তিনি বলেন, এখান থেকে আমি আন্তরিকভাবে সব রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানাচ্ছি। আজই সেই দিন, আজ মানবতার খাতিরে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর দিন। যখন আপনাদের জনগণ গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন সাহস দেখান, এগিয়ে আসুন।
ফিলিস্তিনকে যেসব দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, তাদের ধন্যবাদ জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘যারা এখনও স্বীকৃতি দেয়নি তাদের উচিত ‘আর দেরি না করে’ পদক্ষেপ নেওয়া। গত ২৩ মাস ধরে গাজায় প্রতি ঘণ্টায় একটি করে শিশু নিহত হয়েছে। এগুলো সংখ্যা নয়, এরা নিষ্পাপ মানুষ।’
তিনি আরও বলেন, ‘আমেরিকায়, ইউরোপে, বিশ্বজুড়ে কোথাও যদি কোনো শিশুর হাতে ছোট্ট কাঁটা বিঁধে, তখন বাবা-মায়ের হৃদয় কেঁপে ওঠে। অথচ গাজায় শিশুদের হাত-পা অজ্ঞান না করেই কেটে ফেলতে হচ্ছে। স্পষ্ট করে বলি, এটাই মানবতার সর্বনিম্ন স্তর। গত শতকে মানব ইতিহাস এমন বর্বরতা প্রত্যক্ষ করেনি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com