[ad_1]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চান। পাশাপাশি তিনি নোবেল পুরস্কার অর্জন করতে চান। এবার এ বিষয়টি নিয়ে তাকে খোঁচা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেন, এটা তখনই সম্ভব হবে যখন তিনি (ট্রাম্প) যুদ্ধ থামাতে পারবেন। মূলত, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ইঙ্গিত করে ম্যাক্রোঁ এ কথা বলেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি এ খবর প্রকাশ করেছে।
ওই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি সক্রিয়, যিনি শান্তি চান, যিনি নোবেল শান্তি পুরস্কারও চান। কিন্তু এই পুরস্কার তখনই সম্ভব, যদি আপনি এই যুদ্ধ থামাতে পারেন।
ম্যাক্রোঁ স্বীকার করেন যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও চূড়ান্ত সমাধানে যুক্তরাষ্ট্রের হাতেই মূল প্রভাব রয়েছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই পরিবর্তন আনতে পারেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে এবং হামাস আত্মসমর্পণ না করলে শহর ধ্বংসের হুমকি দিচ্ছে। গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানানো হলেও অনেক পর্যবেক্ষক মনে করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বহু লাশ চাপা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com