[ad_1]
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।
জানা যায়, ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে যে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এর পরিপ্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই সময়ের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। আগামী ৫ অক্টোবর থেকে পূর্বের নিয়মে স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে।
চিঠির কপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তবে উভয় দেশের পুলিশ অভিবাসন (ইমিগ্রেশন) চৌকি খোলা থাকবে এবং যাত্রী পারাপারে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, “পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা কার্যক্রম বন্ধ রাখবে বলে জানিয়েছে। আমরাও চিঠি দিয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। ৫ অক্টোবর থেকে আবার পূর্ণাঙ্গভাবে ব্যবসা-বাণিজ্য শুরু হবে।”
এদিকে, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, “ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন থেকে পূজা উপলক্ষে ৮ দিন বাণিজ্য বন্ধ রাখার কথা জানানো হয়েছে। আমাদের দপ্তর সচল থাকবে, তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com