[ad_1]
সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিয়ে আদালত প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাজতখানার গেটে পৌঁছেই পুলিশের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়ান। উপস্থিত পুলিশ সদস্যরা জানান, সংবাদকর্মীদের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে পুলিশ তাকে শান্ত করে হাজতখানায় প্রবেশ করায়।
জুলাই আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যার ঘটনায় করা মামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান শুনানি শেষে কামরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় তাকে। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী বলেন, কামরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বা সংসদ সদস্য নন। তিনি স্টোমাক ক্যানসারে ভুগছেন এবং চলাফেরায় অক্ষম। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ হতে পারে, তবে রিমান্ড দেওয়া উচিত নয়।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন দাবি করেন, কামরুল ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুনে জড়িত ছিলেন। জুট ব্যবসায়ী মনির হত্যায়ও তিনি সরাসরি সম্পৃক্ত। রিমান্ডে নিলে অন্যান্য আসামিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক শুনানিতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে তিনি কয়েক দফা রিমান্ডে ছিলেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুসারে, গত বছরের ৫ আগস্ট শাহবাগের চাঁনখারপুল এলাকায় আন্দোলনে যোগ দিয়েছিলেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। সেদিন গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় ও আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম ওই মামলার ৭ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com