[ad_1]
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করা অভিনেত্রী আফ্রি সেলিনা এখন ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। কয়েক মাস ধরে তিনি লন্ডনে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর লন্ডনে আফ্রি সেলিনা এবং ইফতেখার আহমেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইফতেখার যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে। তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, অভিনয়শিল্পী এবং ব্যবসায়ী। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতি ছিল।
বিয়ের বিষয়টি সম্পর্কে আফ্রি সেলিনা বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ঢাকায় বিয়ের আয়োজন করার, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে লন্ডনে এটি সম্পন্ন হলো। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ২০ সেপ্টেম্বর বিবাহ সম্পন্ন করেছি। আমি ও ইফতেখার বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে আমাদের দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটি বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার দোয়া চাই।’
আফ্রি সেলিনা ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন, তবে পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন। তার প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’, যা নাঈম তালুকদারের পরিচালনায় ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে তিনি অভিনয় করেন। এছাড়া অনন্য মামুন পরিচালিত ‘রোমান্স’ এবং ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’-এও তিনি অভিনয় করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রে, যেখানে তার বিপরীতে ছিলেন ব্রিটিশ অভিনেতা ইফতেখার আহমেদ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com