[ad_1]
সাংবাদিকদের অধিকার সুরক্ষায় বিশেষ অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে তথ্য মন্ত্রণালয়ে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই দাবি করে তিনি আরও বলেন, সরকারের প্রত্যাশা— সংবাদমাধ্যম নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ, গুজব প্রতিরোধে করণীয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনেসকো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com