[ad_1]
দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতীয় স্পিন আক্রমণে ভুগেছে বাংলাদেশ। কুলদীপ যাদব ও অভিষেক শর্মার দাপটের সামনে দাঁড়িয়ে ছিল মূলত সাইফ হাসানের একক লড়াই। ফলাফল, ভারতের সহজ জয়, ৪১ রানে। তবে এই হারে বাংলাদেশের ফাইনাল স্বপ্ন শেষ হয়নি; বরং এখন সামনে অপেক্ষা করছে অঘোষিত সেমিফাইনাল; পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ।
টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তে প্রথম দিকে বাড়তি সুবিধা পায়নি বাংলাদেশ। ভারতীয় ইনিংসে শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে তিনি তুলে নেন ৭৫ রান। যদিও মাঝপথে বোলাররা কিছুটা ঘুরে দাঁড়ালেও ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে সংগ্রহ করে ১৬৮ রান।
রান তাড়ায় নেমে ব্যাটিংয়ে ব্যর্থ হয় বাংলাদেশের শীর্ষ সারি। তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। ৫১ বলে তার ব্যাট থেকে আসে ৬৯ রান, যাতে ছিল ৩ চার ও ৫ ছক্কা। কিন্তু দলের অন্যরা সঙ্গ দিতে না পারায় ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে। পাকিস্তানকে হারাতে পারলেই সরাসরি ফাইনালে জায়গা হবে টাইগারদের। কিন্তু হারলে সেই সুযোগ চলে যাবে পাকিস্তানের হাতে।
বাংলাদেশের এই হার নিশ্চিত করেছে শ্রীলঙ্কার বিদায়ও। সুপার ফোরে দুই ম্যাচে হেরে তারা আর ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ীই যাবে ফাইনালে। সেই কারণেই বৃহস্পতিবারের দ্বৈরথ এখন অঘোষিত সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com