[ad_1]
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ভোর পাঁচটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন লাগার কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও আশপাশের কালীগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল মোমেনিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারণে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
[ad_2]
https://slotbet.online/