[ad_1]
জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজের ব্যক্তিগত রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন মাবিয়া আক্তার সীমান্ত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪১তম পুরুষ ও ১৮তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় মোট ২১০ কেজি ওজন তুলে শীর্ষে ওঠেন তিনি।
নতুনভাবে চালু হওয়া ৬৯ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতা মাবিয়া স্ন্যাচে ৯২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি উত্তোলন করেন। বাংলাদেশ আনসার ও ভিডিপির হয়ে অংশ নেওয়া এই অ্যাথলেট এর আগে গত মে মাসে চীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২০৪ কেজি তুলেছিলেন— স্ন্যাচে ৮৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি।
নিজের রেকর্ড ভাঙার পর মাবিয়া বলেন, “আমাকে অনেকে অবমূল্যায়ন করেছে। স্কলারশিপ থেকে বাদ দেওয়া হয়েছিল, এমনকি কোচও আমাকে প্রশিক্ষণ দিতে চাইছিলেন না। তাই আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। আজকের ফলাফলে আমি বলতে পারি— আমি এখনও শেষ হয়ে যাইনি।”
২০১৬ ও ২০১৯ সালের এসএ গেমসে যথাক্রমে ৬৩ কেজি ও ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণজয়ী মাবিয়া জানান, নতুন ওজন ক্যাটাগরিতে অংশ নেওয়া তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। “৬৯ কেজি ওজন শ্রেণি আন্তর্জাতিকভাবে নতুন সংযোজন। এ জন্য আমাকে ওজন কমাতে হয়েছে। কঠিন হলেও সেটি সফলভাবে করতে পেরেছি।”
বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ভারোত্তোলন ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “নিজের রেকর্ড ভাঙতে পারা আমার জন্য সবচেয়ে বড় আনন্দ।”
এই ইভেন্টে বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন মাবিয়া। দ্বিতীয় হয়েছেন উন্নতি বিশ্বাস, যিনি তুলেছেন ১৪৪ কেজি। তৃতীয় হয়েছেন শায়েলা আক্তার জান্নাত, তার উত্তোলন ছিল ১২৮ কেজি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com