[ad_1]
নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
এর আগে, গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কবিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় কার্যত্রুমনিষিদ্ধ আওয়ামী লীগের সস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মেল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় কবিরুল হক ও মোজাম্মেলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার করার পর কবিরুল ও মোজাম্মেলের মুঠোফোন বিশ্লেষণ করে দেখা যায়,তাঁরা আওয়ামী লীগ ও তাদের দলের অনন্য সংগঠনের নেতা কর্মীদের দিয়ে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার করতেন। এই কাজে তারা অনলাইন যোগাযোগ মাধ্যমগুরো ব্যবহার করতেন বলে জানা গিয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘটন করতে রিমান্ড প্রয়োজন বলে জানায় পুলিশ। অতঃপর আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার রাত সোয়া ৯ টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় কবিরুলকে এবং অন্যদিকে একইদিন দুপুরে গুলশানে অভিযান চালিয়ে মোজাম্মলকে গ্রেপ্তার করে পুলিশ।
[ad_2]
https://slotbet.online/