[ad_1]
টঙ্গীর খৈরতল এলাকায় মাদক ও ছিনতাই দিনদিন বেড়েই চলছে। মাদক মামলায় সাজা পাওয়ার পর জামিনে বের হয়ে আবার একই ধরনের অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযোগ, জেল থেকে বেরিয়ে শাহনাজ ও তার ছেলে শাওন মাদক ব্যবসাসহ ছিনতাই চক্রের সাথে জড়িয়ে নিয়মিত অপরাধে লিপ্ত হয়েছে। এতে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর এলাকার প্রায় তিনশত বাড়ির মালিক বিএনপি নেতা হারুন অর রশিদের নেতৃত্বে থানায় গণস্বাক্ষর জমা দিয়ে মা-ছেলের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। পুলিশ অভিযানের পর শাহনাজকে গ্রেপ্তার করা হয়, আর শাওন ছিনতাই-ডাকাতির মামলায় পুলিশের হাতে ধরা পড়ে। তবে জামিনে মুক্তির পর শাহনাজ পুনরায় অপরাধ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ভাঙারি ব্যবসায়ী নবীন হোসেন জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর রাতে শাহনাজ ও শাওনের সহযোগীরা তাকে কুপিয়ে তার কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা এবং এটিএম কার্ড ছিনিয়ে নেন। পরে ওই কার্ড ব্যবহার করে আরও ৭২ হাজার টাকা উত্তোলন করা হয়। তিনি আদালতের সহযোগিতা চেয়েছেন এবং পুলিশের কাছে প্রমাণসহ টাকা উদ্ধারের আবেদন করেছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন অর রশিদ বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, ‘মাদক ও ছিনতাই প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। শীঘ্রই আলামতসহ মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।’
এদিকে, স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com