[ad_1]
কিশোরগঞ্জের হোসেনপুরে টিসিবির এক ডিলারের কাছে চাঁদা দাবি এবং হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হোসেনপুর নতুন বাজার এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ১ নং জিনারী ইউনিয়নের সরকার অনুমোদিত টিসিবি ডিলার মেসার্স আবু হানিফা স্টোরের স্বত্বাধিকারী আবু হানিফা।
তিনি জানান, দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি শামসুল হক দীর্ঘদিন ধরে তার কাছে তিন লাখ টাকা দাবি করে আসছেন। টাকা না দেওয়ায় তার ও তার পিতা সার ডিলার আব্দুল মালেকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগও দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর সকালে হাজীপুর বাজারে তার দোকানে এসে অভিযুক্ত শামসুল হক চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি করার কথাও বলা হয়।
আবু হানিফার দাবি, তিনি প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি তাকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী টিসিবি ডিলার প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার কামনা করেছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com