[ad_1]
সাবেক ক্রিকেটার তামিম ইকবাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিসিবি নির্বাচনে নিজের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তি সম্পর্কে কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু এবং পক্ষপাতহীন হয় এবং কেউ ব্যক্তিগত ইগো বা স্বার্থে নোংরামি না করে।
তামিম জানিয়েছেন, হালিম শাহ নামে একজন কানাডা প্রবাসী সাবেক ক্রিকেটার তার নামে অভিযোগ করেছেন। তবে হালিম শাহ নিজে এ অভিযোগ দিয়েছেন কি না তা অস্বীকার করেছেন। অভিযোগের পেছনে আসল উৎস কে, তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
তিনি বলেন, একজন চলমান ক্রিকেটার হিসেবে তিনি বোর্ড কর্মকর্তা হতে পারেন কিনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তামিম নিশ্চিত করেছেন যে তিনি যে ক্লাবের হয়ে বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন, সেই ওল্ডডিওএইচএস ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
তামিম স্পষ্টভাবে বলেছেন, তিনি ক্রিকেট সংগঠক নন। বর্তমানে তিনি ঢাকার দুটি ক্লাবের কমিটিতে সক্রিয় এবং তিনটি টিমের মালিকানা রাখেন। তিনি উল্লেখ করেছেন, গঠনতন্ত্রে সাবেক ক্রিকেটারদের অবসর ঘোষণা সংক্রান্ত কোনো শর্ত নেই। তাই তাকে ‘সাবেক ক্রিকেটার’ হিসেবে ধরা হবে না।
তিনি আরও উদাহরণ দিয়ে বলেছেন, জাতীয় দলের অন্য খেলোয়াড় মোহাম্মদ আশরাফুলও সম্প্রতি খেলা ছাড়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবু কাউন্সিলরশিপে অংশগ্রহণ করছেন। তামিম বলেন, “যদি গঠনতন্ত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবসর ঘোষণা করার শর্ত থাকতো, আমি মানতাম; কিন্তু এমন কোনো নিয়ম নেই।”
ক্লাব সংগঠক হিসেবে তার সম্পৃক্ততা প্রমাণ করে তামিম বলেন, “আমি গুলশান ক্লাবের কমিটিতে আছি। বিপক্ষে আপত্তিতে লেখা হয়েছে আমার ওল্ডডিওএইচএসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি সেখানে রয়েছি, সেটি প্রমাণও দিতে পারি। বর্তমানে চট্টগ্রামে একটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে, সেখানে আমার টিম আছে।”
শেষে তিনি উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে হোক, আমি হেরে গেলেও বা কে প্রেসিডেন্ট হোক আমার জন্য কোনো ক্ষতি নেই। তবে কেউ নোংরামি করবেন না। ক্রিকেটে দেশের ১৮ কোটি মানুষের আবেগ জড়িত। জাস্ট ইগো বা জেতার জন্য নোংরামি করা ঠিক হবে না।”
The post তামিমের আবেদন: নির্বাচনকে নোংরামিমুক্ত রাখুন appeared first on Bangla Affairs.
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com