[ad_1]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আলোচনায় তিনি ভারত সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, “গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে।” তিনি এসময় আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ওপরও গুরুত্ব আরোপ করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। ওই মার্কিন কর্মকর্তাকে উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, “ছাত্ররা গত বছর যা করেছে, ভারত তা মেনে নেয়নি। সেই কারণেই আমাদের সমস্যার সূত্রপাত হয়েছে।”
ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ড. ইউনূসের ভাষায়, “ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। সেখান থেকে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। তারা প্রচারণা চালিয়েছে যে, গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন।”
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার বিষয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে—যিনি সমস্যার সৃষ্টি করেছেন। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।”
ড. ইউনূসের অভিযোগ, ভারতের কারণেই সার্ক সক্রিয় হতে পারছে না। তিনি বলেন, “সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি মানিয়ে নিতে পারছে না।”
বিকল্প হিসেবে এশিয়ার আরেক আঞ্চলিক জোট আসিয়ানে যোগদানের আগ্রহও ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। পরবর্তী সম্মেলনটি ২০১৬ সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও উরিতে সন্ত্রাসী হামলার পর ভারত অংশ নিতে অস্বীকার করে। এরপর থেকে জোটটি কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে।
ভারত যদিও সার্কের সদস্য, তবে দেশটি পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে ভারত সরাসরি বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে বার্তা দিয়ে থাকে।
সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com