[ad_1]
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার (কেপি) বিভিন্ন অঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয় বলে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) নিশ্চিত করেছে।
পিএমডি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯৫ কিলোমিটার নিচে। ভৌগোলিক অবস্থান ছিল ৩৬.৫১° উত্তর অক্ষাংশ এবং ৭০.৯৮° পূর্ব দ্রাঘিমাংশ।
কম্পন সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে চিত্রাল, পেশোয়ার ও সোয়াত অঞ্চলে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাখতুনখোয়া টাইমস জানায়, এটক, লোয়ার দির ও আপার দিরেও হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি তিনটি বড় টেকটোনিক প্লেট—আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়—এর সংযোগস্থলে অবস্থিত। ফলে এটি পাঁচটি প্রধান ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে, যেখানে নিয়মিত টেকটোনিক প্লেটের গতিবিধির কারণে ভূমিকম্প সংঘটিত হয়।
এর আগে চলতি মাসের শুরুতে আফগানিস্তানে ৬.০ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারায় এবং বহু ঘরবাড়ি ধ্বংস হয়। সেই ভূমিকম্পের কম্পন পাকিস্তানের কেপি ও পাঞ্জাবেও অনুভূত হয়েছিল। এরপর হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপন্ন আরও একটি ৫.৯ মাত্রার ভূমিকম্প টুইন সিটিসহ কেপির বিভিন্ন অঞ্চলে কম্পন সৃষ্টি করে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে বলেছে, জনসাধারণকে ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র : দ্য ডন
[ad_2]
https://slotbet.online/