[ad_1]
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা জানান।
ভাষণে তিনি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। এই সম্পদ পুনরুদ্ধার করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে আইনি জটিলতা ও আন্তর্জাতিক প্রতিবন্ধকতা এ প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া এ সম্পদ ফেরত আনা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
ড. ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না। ঐকমত্যের ভিত্তিতে গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি নারীর ক্ষমতায়নকেও অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি স্পষ্ট সমর্থন জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র ন্যায্য সমাধান। তিনি অভিযোগ করেন, গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা, শিশুদের অনাহারে মৃত্যু এবং হাসপাতাল-স্কুল ধ্বংসের মধ্য দিয়ে আমাদের চোখের সামনেই গণহত্যা চলছে। এ অবস্থায় বিশ্ব যদি কার্যকর পদক্ষেপ না নেয়, ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসে মানবজাতিকে ক্ষমা করবে না।
প্রধান উপদেষ্টা আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ তার প্রমাণ। বর্তমানে প্রায় ৬ হাজার বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন এবং এ পর্যন্ত ১৬৮ জন শান্তিরক্ষী প্রাণ দিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা বজায় রাখতে তিনি যথাযথ বাজেট বরাদ্দ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশ-মিয়ানমারের কূটনৈতিক সমস্যা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। মিয়ানমারকে কার্যকর চাপ প্রয়োগ করে সমাধানের পথে আনতে হবে।
ড. ইউনূস আরও বলেন, বিশ্বকে পারমাণবিক সংঘাত থেকে রক্ষা করতে অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা জোরদার করতে হবে। নিস্ক্রিয় হয়ে পড়া চুক্তিগুলো পুনর্জীবিত করা ছাড়া উপায় নেই।
ভাষণের এক পর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, জুলাই ঘোষণার মাধ্যমে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের আত্মত্যাগে গড়ে ওঠা ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যাত্রা কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com