[ad_1]
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডা. সাবরিনা। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। একপর্যায়ে ডা. সাবরিনা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায়, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন সেখানে অপেক্ষা করছেন। তখন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম নেতাকর্মীদের সঙ্গে সেখানে পৌঁছান।
ছাত্রদল নেতা ডা. সাবরিনার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তিনি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য। এরপর নেতারা বলেন, “আপনার এখানে আসার কথা নয়, কারণ আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।” ডা. সাবরিনা বিষয়টি অস্বীকার করেন এবং প্রমাণ চাইতে বলেন।
একপর্যায়ে ছাত্রদল নেতা সাবরিনাকে সরিয়ে পাঠানোর নির্দেশ দেন। তবে সাবরিনা বলেন, “জিয়ার মাজার সবার জন্য খোলা।” এরপর নেতাকর্মীরা ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে থাকেন। অবশেষে সাবরিনা গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে গত ২৫ আগস্টও ডা. সাবরিনা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় যুবদল নেতার ক্ষোভের মুখে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবদলের সভাপতি অভিযোগ করেন, সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অভিযুক্ত।
উল্লেখ্য, ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে অননুমোদিতভাবে জেকেজি হেলথ কেয়ার নামক ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনায় জড়িত ছিলেন। তার স্বামী আরিফুল চৌধুরী এবং স্বাস্থ্য অধিদফতরের কিছু কর্মকর্তা কোভিড-১৯ নমুনা সংগ্রহের অনুমতি দিতে সহযোগিতা করেছিলেন।
২০২২ সালের ১৯ জুলাই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১১ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাবরিনা ও তার স্বামীসহ ৬ জনকে জাল করোনা সনদ মামলায়। বর্তমানে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তারা কারামুক্ত আছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com