[ad_1]
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অসহায় নারীদের দিয়ে যৌন ব্যবসা পরিচালনার অভিযোগে একটি চক্রের প্রধান গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি প্রথমে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। প্রতিবেদনের প্রকাশের পর ইউএইর গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে অভিযান শুরু করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম চার্লস ‘অ্যাবি’ মোসিগা। তবে দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো প্রকাশ্য ঘোষণা দেয়নি। তাকে ইউএইর আদালতে তোলা হয়েছে কি না বা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এক সূত্র বলেছে, তাকে আল আওয়াইরে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
বিবিসি জানায়, মোসিগা একটি সেক্স পার্টির জন্য নারীদের ন্যূনতম এক হাজার ডলারে সরবরাহ করতে সক্ষম ছিলেন। টাকা প্রদানের মাধ্যমে নারীদের দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব হত বলে তিনি জানিয়েছেন।
মোসিগার বিরুদ্ধে মুখ খুলেছেন উগান্ডার কয়েকজন তরুণী। তারা জানান, চাকরি এবং সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে দুবাইয়ে আনা হয় এবং যৌনকর্মে বাধ্য করা হয়। এর পর থেকে তারা প্রতক্ষ্যভাবে জিম্মি হয়ে যান।
গত সপ্তাহে ইউএইর উগান্ডা দূতাবাস জানিয়েছে, মানব পাচারের বিষয়টি অনুসন্ধানাধীন। মোসিগার বিরুদ্ধে ইন্টারপোলও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ন্যায়বিচার নিশ্চিত করতে ইন্টারপোলের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উগান্ডা দূতাবাস।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com