শিরোনাম
স্ট্রোক প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন Save the nature of Bangladesh চট্টগ্রাম মহানগর শাখার কমিটির পক্ষ থেকে মেয়র কে ফুলেল শুভেচ্ছা বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপন অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের পরিচিতি সভা অনুষ্ঠিত। মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে যৌথ উদ্যোগই পারে সুস্থ জাতি গঠনে অবদান রাখতে: মেয়র ডা. শাহাদাত হোসেন সব ধর্মের মানুষের জন্য শান্তির শহর গড়তে চাই — মেয়র ডা. শাহাদাত ভেজাল বিরোধী অভিযান সদরঘাট রোডে দুই রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা টাইফয়েড থেকে শিশুদের বাঁচাতে বিনামূল্যে ভ্যাকসিন নিন: মেয়র ডা. শাহাদাত চন্দনাইশে শহীদ জিয়ার খাল খননের স্মৃতি বিজড়িত বৈঠকখানার উদ্বোধনকালে ডা. শাহাদাত হোসেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে হবে –জসিম উদ্দিন চৌধুরী

নরসিংদীর বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

[ad_1]

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে বিনা মূল্যে ওষুধ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার চর উজলাব ইউনিয়নের দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, নরসিংদী-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং উপজেলায় উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হবে।”

 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। তিনি দাবি করেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দুর্নীতির কারণে জনগণকে স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণই আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে।”

 

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা সেবা নেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ঢাকা থেকে আগত ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থোপেডিকস, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে রোগীদের চিকিৎসা প্রদান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস.এম শাজাহান, হারুন অর রশিদ, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, সদস্য সচিব মো. জহিরুল হক সবুজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।

 

বিএনপি নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সারা দেশে স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ ও মানবিক কার্যক্রম চলবে। এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/