[ad_1]
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে শুক্রবার রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ে নেমে ভারতকে বিধ্বংসী সূচনা দেন অভিষেক শর্মা। তিনি এশিয়া কাপের টানা তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন। ৩৭ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার স্ট্রাইক রেট ছিল ১৬৪-এর বেশি। অভিষেকের ইনিংসের সঙ্গে তিলক ভার্মার মূল্যবান অর্ধশতক ভারতকে নির্ধারিত ২০ ওভারে ২০২ রানের সংগ্রহে পৌঁছে দেয়।
জবাবে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কুশাল মেন্ডিসের উইকেট হারায়। তবে পাথুম নিসাঙ্কা ও কুশাল পেরেরা আগ্রাসী ব্যাটিং চালিয়ে দলের স্কোর টেনে নেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান, কিন্তু শ্রীলঙ্কা তুলতে পারে মাত্র ১০ রান। ফলে ম্যাচ গড়ে সুপার ওভারে।
সুপার ওভারে ভারতের পেসার অর্জদীপ সিংয়ের দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে মাত্র ২ রান, দুই উইকেট হারিয়ে। জবাবে ভারত মাত্র এক বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় এবং জয় নিশ্চিত করে।
এই ম্যাচে পাথুম নিসাঙ্কা টি-২০ ক্যারিয়ারের প্রথম শতরান করেন। তবে তার শতরান সত্ত্বেও শ্রীলঙ্কা জয় পায়নি। নিসাঙ্কা হয়ে উঠলেন শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটার, যিনি সব ফরম্যাটে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com