[ad_1]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার বোর্ডের পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পেশায় গায়ক হলেও ক্রিকেটের সঙ্গে আসিফের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। স্কুলজীবনে কুমিল্লা জিলা স্কুলের হয়ে এবং পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজের হয়ে আন্তকলেজ ক্রিকেটে নেতৃত্বও দিয়েছেন। পরে গানকে পেশা হিসেবে বেছে নিলেও ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অটুট ছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ নিউইয়র্ক থেকে এক গণমাধ্যমকে জানান, বিসিবির কাউন্সিলর হওয়ার ইচ্ছা তার ব্যক্তিগতভাবে তেমন ছিল না। কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং সংগঠকদের অনুরোধেই তিনি দায়িত্বটি গ্রহণ করেছেন।
তিনি বলেন, “কাউন্সিলর হওয়ার বা বিসিবির নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। তবে কুমিল্লার ক্রিকেটার ও সংগঠকেরা বিশেষভাবে অনুরোধ করায় আমি দায়িত্ব নিয়েছি এবং নির্বাচনে অংশ নেব।”
আসিফ আরও জানান, নির্বাচিত হলে তিনি শুধু কুমিল্লা নয়, চট্টগ্রাম বিভাগের সব জেলার ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। দেশের বাইরে থাকলেও আসিফ আকবর জানিয়েছেন, তিনি ই–ব্যালটের মাধ্যমে ভোটে অংশ নেবেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com