[ad_1]
আজ শনিবার বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, বোধনের মাধ্যমে দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়। মণ্ডপ ও মন্দিরে সন্ধ্যায় পঞ্চমীর সময় এই পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।
বোধন দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ আচার। ‘বোধন’ শব্দের অর্থ হলো জাগরণ বা চৈতন্যপ্রাপ্তি। পূজা শুরুর আগে সন্ধ্যায় বেলশাখায় বোধন করা একটি অপরিহার্য অঙ্গ। শরৎকালের দুর্গাপূজায় এটি বিশেষভাবে পালন করা হয়। পুরাণ অনুযায়ী, ভগবান রামচন্দ্র শরৎকালে রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে দুর্গাপূজা করেন এবং তখনই বোধন অনুষ্ঠিত হয়। বসন্তকালের চৈত্র মাসের দুর্গাপূজায় বোধনের প্রয়োজন হয় না।
বোধন শেষে মহাষষ্ঠী থেকে শুরু হবে পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উৎসব। এরপর সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী ও কুমারীপূজা, এবং বুধবার মহানবমীর পর বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।
সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, এবারে দেবী দুর্গা স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) গজে চড়ে আগমন করবেন। এর ফলে বসুন্ধরা শস্যপূর্ণা হবে। পূজা শেষের সময় দেবী দোলায় (পালকি) চড়ে স্বর্গালোকে গমন করবেন, যার ফল মড়কের বৃদ্ধি। এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বাড়তে পারে।
গতকাল শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদ এবারের দুর্গাপূজার প্রস্তুতি তুলে ধরেন। এই সময় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপত্তার সঙ্গে পূজা উদযাপনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com