[ad_1]
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
মোবারক আলী উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগণাই গ্রামের ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি মোবারক আলী। পরদিন তার মোবাইল ফোন মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেতে পাওয়া যায়। এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজ শুরু হয়। মমিনুলের বাড়ির পেছনে আলগা মাটি দেখে সন্দেহ বাড়ে। এসময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়লে কাপড়ে মোড়ানো মরদেহের অংশ বের হয়ে আসে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com