[ad_1]
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ASSET প্রকল্পের অর্থায়নে এবং লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিযোগিতায় মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা জেস্টার কন্ট্রোল রোবট, এয়ার ফিউরফিকেশনসহ বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন করেন।
প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মনজুরুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ইয়াসিন আরাফাত।
দর্শনার্থী ও অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, অভিভাবক এবং এলাকাবাসীসহ শতাধিক দর্শনার্থী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ মনজুরুর রহমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের যুগে সৃজনশীল প্রজন্ম গড়াই দেশের সমৃদ্ধির চাবিকাঠি। আজকের চিন্তাশীল ও উদ্ভাবনী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।”
অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা বলেন, “কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীরা অত্যন্ত সৃজনশীল। তাদের উদ্ভাবিত প্রকল্পগুলো বৃহৎ আকারে বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি সংস্থা এগিয়ে এলে এগুলো দেশের কল্যাণে ব্যবহার করা যাবে।”
মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com