[ad_1]
গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নাটকের শুটিংয়ের জন্য আসা এক অভিনয়শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নাট্যনির্মাতা ও তার দুই সহযোগী ওই শিল্পীর ওপর নির্যাতন চালান। নির্যাতনের পর তিনি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেন।
ঘটনা ঘটে রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকায় ‘রাস রিসোর্টে’। ঘটনার চারদিন পর কিছুটা সুস্থ হয়ে ওই শিল্পী শ্রীপুর থানায় মামলা করেন।
মামলার আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মো. নাসির (৩৫), মো. বাবর (৩২) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে। অভিযোগে বলা হয়েছে, মো. নাসির নাট্যনির্মাতা ও মো. বাবর তার সহকারী। অজ্ঞাতপরিচয় ব্যক্তি সম্ভবত রিসোর্টটির সঙ্গে সংশ্লিষ্ট।
ভুক্তভোগী মেয়েটি ২৫ বছর বয়সী এবং অভিনয়শিল্পী ও মডেল। তিনি জানান, কয়েক মাস আগে পূবাইলে শুটিং চলাকালে নাট্যনির্মাতা নাসির তার মোবাইল নম্বর নেন এবং নিয়মিত ফোনে যোগাযোগ রাখেন। রবিবার শুটিংয়ের কথা বলে নাসির তাকে বাসা থেকে নিয়ে যান এবং গভীর রাতে রাস রিসোর্টে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে নাসির, তার সহকারী বাবর ও অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালাক্রমে তার ওপর নির্যাতন চালান।
ভুক্তভোগী অভিযোগ করেন, নির্যাতনের সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে রিসোর্ট মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। নির্যাতনের পর অসুস্থ হওয়ায় পরদিন তার ব্যবহৃত আইফোন ছিনিয়ে নিয়ে রিসোর্ট থেকে বের করা হয়। এরপর তিনি চিকিৎসা গ্রহণ করে শ্রীপুর থানায় মামলা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামিসহ সব আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
[ad_2]
https://slotbet.online/