[ad_1]
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৯১ জন ফিলিস্তিনি মারা গেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক। নিহত ৯১ জনের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। যার মধ্যে ৬ জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েল জোরপূর্বক গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ বলে প্রচার করলেও সেসব এলাকাতেই বারবার হামলা চালাচ্ছে। গত ১১ আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ।
হামলার কারণে এরই মধ্যে গাজা সিটির বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণের জেরে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ রোগী ও সব চিকিৎসক-কর্মীকে সরিয়ে নিতে হয়েছে।
গাজার হাসপাতালগুলো অনেক আগেই সংকটের মধ্যে পড়েছিল। এখন অধিকাংশ হাসপাতালে অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ওষুধ নেই, ক্ষুধার্ত চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দক্ষিণাঞ্চলের কিছু হাসপাতাল অল্প পরিসরে চালু থাকলেও সেখানে উত্তর দিক থেকে আসা আহতদের ঢল নামায় ভীষণ চাপ সৃষ্টি হয়েছে।
আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা গাজার শিশুদের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান রান্তিসি হাসপাতালকে ইচ্ছা করে টার্গেট করেছে।
[ad_2]
https://slotbet.online/