[ad_1]
পার্বত্য চট্টগ্রামে কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণ কিংবা অস্ত্রধারীদের অপরাধ—সব কিছুর বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সম্প্রতি এক ছাত্রী ধর্ষণের ঘটনায় সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়েই মূলত এ সভার আয়োজন করা হয়।
সভায় সুপ্রদীপ চাকমা জোর দিয়ে বলেন, ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে কোনোভাবেই সাম্প্রদায়িক সংঘাত যেন না ঘটে, সে জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে। তার মতে, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। অসহিষ্ণুতা বা বিভাজন তৈরি হওয়া কখনোই কাম্য নয়।
তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের সঠিক পথে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। সুপ্রদীপ চাকমা বলেন, “আমরা চাই বাঙালি ও পাহাড়ি সবাই মিলেমিশে অসাম্প্রদায়িক পরিবেশ গড়ে তুলুক।”
আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সফলভাবে আয়োজনের জন্যও সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা।
সভায় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, জেলা পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্রনেতা, সাংবাদিক, ধর্মীয় নেতা ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি।
সভায় বক্তারা খাগড়াছড়ি মহাজনপাড়ায় সংঘটিত ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
[ad_2]
https://slotbet.online/