[ad_1]
বান্দরবানের লামায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চারজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী। শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
আটকরা হলেন— মো. হাসান (২৭), ইয়াছমিন আরা (২৪), খতিজা বেগম (৫৫) ও শাহানু আক্তার (৩৫)। পুলিশ জানায়, তারা সবাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
সূত্র মতে, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড হায়দারনাশী এলাকায় হেলাল মেম্বারের বাগানবাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবানসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন এসআই জামিল আহমদ। আটক চারজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com